রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনায় ১৬ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আদালতে দেওয়া পুলিশের তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, ওই প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতনামা এক হাজার থেকে এক হাজার ২০০ জন লোক গঙ্গাচড়ার ছয়আনিপাড়ার সনাতন সম্প্রদায়ের ১২টি বাড়িতে হামলা করে। দুর্বৃত্তরা সেখানে বসবাসকারী ২২টি পরিবারের টাকা, স্বর্ণালঙ্কার, গরু-ছাগল, পানির পাম্পসহ প্রায় ১১ লাখ ১৬ হাজার ৭০০ টাকার জিনিসপত্র লুট করে। বাড়িঘরে হামলার ঘটনায় প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়।
২৬ জুলাই ফেসবুকে মহানবি (সা.)-কে কটূক্তির অভিযোগ তুলে দুর্বৃত্তরা ওইদিন রাতেই গঙ্গাচড়ায় লুটপাট, ভাঙচুর ও হামলা চালায়।
পরে ২৯ জুলাই ভুক্তভোগী রবীন্দ্রনাথ বাদী হয়ে মামলা করলে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। সবশেষ, ৩১ জুলাই তাদের ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ইমরান জানান, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, সনাতন সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় সাড়ে ১৬ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিরূপণে আরও কয়েকদিন সময় লাগবে।
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি ও আসবাবপত্র মেরামত করে দেওয়া হয়েছে।
এছাড়া ৪টি টিউবওয়েল স্থাপন ও শুকনো খাবারও দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়ার পর ক্ষতিগ্রস্তদের আরও সহায়তা করা হবে বলেও জানান রবিউল ফয়সাল।