যুক্তরাষ্ট্রেও দাপট দেখাচ্ছে ‘উৎসব’

টাইমস রিপোর্ট
3 Min Read
'উৎসব' সিনেমার অভিনয়শিল্পীরা। ছবি: সংগ্রহীত
Highlights
  • আয় ও দর্শকপ্রিয়তা বিবেচনায়: বাংলাদেশি সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত উত্তর আমেরিকায় সেরা তিনটি ওপেনিং হলো— ‘হাওয়া’ — এক কোটি ৫৯ হাজার ডলার (৮৬টি থিয়েটার থেকে), ‘পরাণ’ — ৬৪ হাজার ডলার (৬০টির বেশি থিয়েটার থেকে) এবং ‘উৎসব’ — ৫৩ হাজার ডলার (৩৬টি থিয়েটার থেকে)!

দেশের মার্কেটে অভাবনীয় সাফল্য পেয়েছে তানিম নূরের ‘উৎসব’। ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্সগুলোতে দাপটের সঙ্গে ব্যবসা করছে। এর টেউ গিয়ে পড়েছে উত্তর আমেরিকায়। সেখানে দারুণ ব্যবসা করছে সিনেমাটি।

মুক্তির প্রথম তিন দিনেই কানাডা ও যুক্তরাষ্ট্রে সিনেমাটি আয় করেছে ৫৩ হাজার ডলার! যা উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশের সিনেমাগুলোর মধ্যে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ ওপেনিং। এমনটাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’।

কমস্কোর-এর তথ্যের বরাতে পরিবেশকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ‘উৎসব’ উত্তর আমেরিকার ডমেস্টিক (যুক্তরাষ্ট্র ও কানাডা) বক্স অফিস চার্টে ২১তম অবস্থানে রয়েছে। আয় ও দর্শকপ্রিয়তা বিবেচনায়: বাংলাদেশি সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত উত্তর আমেরিকায় সেরা তিনটি ওপেনিং হলো— ‘হাওয়া’ — এক কোটি ৫৯ হাজার ডলার (৮৬টি থিয়েটার থেকে), ‘পরাণ’ — ৬৪ হাজার ডলার (৬০টির বেশি থিয়েটার থেকে) এবং ‘উৎসব’ — ৫৩ হাজার ডলার (৩৬টি থিয়েটার থেকে)!

‘স্বপ্ন স্কেয়ারক্রো’-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব সামাজিক যোগাযোগমাধ্যমে বক্স অফিস তথ্য প্রকাশ করে লেখেন, ‘উৎসব-এর এ সাফল্য দুর্দান্ত রকম অবিশ্বাস্য! কারণ, সিনেমাটি মুক্তি পেয়েছে মাত্র ৩৬টি থিয়েটারে। এর মধ্যে আমাদের নিয়মিত সেরা লোকেশনগুলোর অনেকগুলোই ছিল না— যেমন ভ্যানকুভার, ডেট্রয়েট, ফিলাডেলফিয়া, ক্যালগেরি ও লস অ্যাঞ্জেলেস।’

তিনি আরও জানান, ২০ জুন মুক্তির কারণে অনেক গুরুত্বপূর্ণ হলে হলিউড ও ভারতের বড় বাজেটের ছবির চাপে ‘উৎসব’ পেয়েছে অস্বাভাবিক শো-টাইম— কোথাও দিনে মাত্র ১টি শো, তাও আবার সকাল, দুপুর কিংবা গভীর রাতে। এত প্রতিকূলতার পরেও এই আয় প্রমাণ করে কানাডা ও আমেরিকায় দর্শকের মধ্যে ‘উৎসব’ দেখার আগ্রহ ছিল তুঙ্গে।

২০ জুন ‘উৎসব’ মুক্তি পেয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৩৭টি সিনেমা হলে। প্রথম সপ্তাহে কানাডার ৬টি, আমেরিকার ৩০টি ও যুক্তরাজ্যের ১টি থিয়েটারে চলছে সিনেমাটি।

প্রদর্শিত শহরগুলোর তালিকা কানাডার মধ্যে- টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, উইন্ডসর, এডমন্টন, রেজিনা; যুক্তরাষ্ট্রের মধ্যে- নিউ ইয়র্ক, ডালাস, হিউস্টন, আটলান্টিক সিটি, ওয়াশিংটন ডিসি, বাফেলো, ন্যাশভিল, শার্লটে, মিয়ামি, টাম্পা, অরল্যান্ডো, ওকলাহোমা সিটি, শিকাগো, ফিনিক্স, আটলান্টা, সান ফ্রান্সিসকো বে এরিয়া এবং যুক্তরাজ্যে শুধু লন্ডন শহরে মুক্তি পায়।

তানিম নূর পরিচালিত‘উৎসব’ ছবির প্রধান চরিত্রে আছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, সাদিয়া আয়মান ও সৌম্য। বিশেষ চরিত্রে আছেন আফসানা মিমি, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার ও সুনেরাহ।

সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ-প্রযোজনা চরকি, সহযোগী প্রযোজক লাফিং এলিফ্যান্ট প্রোডাকশন। নিবেদনে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক পরিবেশনায় রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো।

TAGGED:
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *