যশোর বোর্ডে কমেছে পাসের হার

টাইমস রিপোর্ট
1 Min Read
যশোর শিক্ষাবোর্ড। ছবি: টাইমস

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

এ বছর যশোর বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭৩.৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় যশোর শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম।

তিনি জানান, গত বছর যশোর বোর্ডে পাসের হার ছিল ৯২.৩৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৭৬১ জন। সে অনুযায়ী এ বছর পাসের হার কমেছে ১৮.৬৪ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ৫ হাজার ৩৪১ জন।

তবে পাসের হারে যশোর জেলা এবারও বোর্ডের অন্যান্য ৯ জেলার তুলনায় এগিয়ে রয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭৫টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে দুইটি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *