পুরান ঢাকার মিটফোর্ড মেডিকেলের সামনে প্রকাশ্যে পিটিয়ে লাল চাঁদ, ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) এজাহারভূক্ত দুই আসামিকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করেছে।
সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার মধ্যরাতে নেত্রকোনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সজীব ব্যাপারী (২৭) ও মো: রাজিব ব্যাপারী (২৫) ।
পুলিশ বলছে, মিটফোর্ড হত্যা মামলায় ইতোপূর্বে পুলিশ ও র্যাব পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছিল। এই দুইজনসহ ওই হত্যায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
ব্যবসায়ীক বিরোধ ও চাঁদাবাজির জেরে গত ৯ জুলাই দুর্বৃত্তরা প্রকাশ্যে নৃশংসভাবে পিটিয়ে খুন করে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ, ওরফে সোহাগকে। এ ঘটনায় নিহতের বড়বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মিটফোর্ড হত্যার ভিডিও ফুটেজ ভাইরাল হলে দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এখনো ওই হত্যার প্রতিবাদে মিছিল-মিটিং হচ্ছে।
মিটফোর্ড হত্যায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অন্ততঃ পাঁচজনকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। তবে এই তিন সংগঠন শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে দাবি করছে, ‘প্রকৃত আসামি’ বাদ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অন্যদের গ্রেপ্তার করেছে।
এছাড়া ওই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিবৃতি দিয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা একাধিকবার বিবৃতি ও বক্তব্য দিয়েছেন।