ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ৩১৮টি দেশি সংস্থা।
মঙ্গলবার রাতে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই জানান।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে ইসির দেওয়া বিজ্ঞপ্তির বিপরীতে নিবন্ধনের জন্য এসব আবেদনপত্র জমা পড়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৩১৮টি আবেদন জমা পড়লেও সময় শেষ হয়ে যাওয়ার পর জমা পড়েছে আরও ১৩টি আবেদন।
এর আগে গত ২৭ জুলাই পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। এক্ষেত্রে আইন অনুযায়ী আবেদন জমা দেওয়ার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছিল, যা শেষ হয়েছে গত রোববার।
আবেদন যাচাইবাছাই শেষে যোগ্যতাসম্পন্ন সংস্থাগুলোকে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুযায়ী পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে। সংস্থাগুলো এই সময়ের মধ্যে অনুষ্ঠিত সব ধরনে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন।