বিমান বিধ্বস্তে দগ্ধদের বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি

টাইমস রিপোর্ট
1 Min Read
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক পরিচালক মো. নাসির উদ্দিন সাংবাদিকদের ব্রিফিং করেন। ছবি: টাইমস

প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধদের মধ্যে আপাতত কাউকেই দেশের বাইরে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক পরিচালক মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দল আরও কয়েকদিন এসব রোগীদের পর্যবেক্ষণ করবেন।’ বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ কথা তিনি।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত এই দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন রোগী ভর্তি আছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দলের সঙ্গে তাদের চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে। এক্সপার্টদের সঙ্গে প্রতিটি রোগীর বিষয়ে আলাদা আলাদা ভাবে পর্যালোচনা হয়েছে। তারাও গুরুত্বপূর্ণ ডিসিশন দিয়েছে।’

‘এরপর আমরা এই সকল রোগীদের কয়েক ভাগে বিভক্ত করেছি। এদের মধ্যে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে ৮ জনকে, ১৩ জনকে সিভিয়ার, আর ২৩ জনকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ধরা হয়েছে,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রতি ঘণ্টায় এসব রোগীদের অবস্থার পরিবর্তন হয়। এজন্য আমরা ১২ ঘণ্টা অন্তর মিটিং বসব। সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদের চিকিৎসা চলবে।’

এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, ‘সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দল কতদিন আমাদের দেশে থেকে চিকিৎসা দেবেন সে বিষয়ে এখনো তাদের সঙ্গে কথা হয়নি।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *