বিজয়নগরে যৌথ অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

টাইমস রিপোর্ট
1 Min Read
যৌথ বাহিনীর অভিযানে জব্দ হওয়া ভারতীয় পণ্য। ছবি : টাইমস

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী। এসব পণ্য ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) দায়িত্বে থাকা ২০০১/এমপি নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৬ কিলোমিটার ভেতরে বিজয়নগরের বুধন্তী এলাকায় অভিযান চালানো হয়।

আটক করা মালামালের মধ্যে রয়েছে ৩ লাখ ৩৭ হাজার ২০০ পিস ভারতীয় ঔষধ, ৭ হাজার ২০০ পিস ইডিটিএ টিউব, দেড় হাজার কেজি জিরা, ৪১টি শেরওয়ানী, ১১১টি মোবাইল ফোন, ১০হাজার ৮০০ পিস অরিও বিস্কুট, ৫৫০ কেজি ফুচকা, ৩১১ পিস কসমেটিকস সামগ্রী, ৩৬টি শার্ট, ৮টি কম্বল এবং ৫৭ লিটার কেমিক্যাল।

সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ মালামালের মোট বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২২ লাখ ২৩ হাজার টাকা হতে পারে। চোরাকারবারিরা এসব পণ্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পণ্য ফেলেই পালিয়ে যায়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *