বান্দরবানের লামায় ডেঞ্জার্স হিল রিসোর্ট নামে একটি অবকাশ কেন্দ্রের কক্ষ থেকে এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকালে রিসোর্ট কর্তৃপক্ষের ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, বাথরুমের রেলিংয়ের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়।
হোটেলের ম্যানেজার আবদুর রাজ্জাক সুমন বলেন, ‘সোমবার আনোয়ার হোসেন (৪৭) নামের এই পর্যটক মিরিঞ্জা ভ্যালির ডেঞ্জার্স হিল রিসোর্টের একটি কক্ষ ভাড়া নেন। বুধবার সকালে নাস্তা দিতে গিয়ে হোটেল বয় দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে তিনি ঘরের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ অবস্থায় আমরা বিষয়টি পুলিশকে জানাই।’
আনোয়ার হোসেনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য অনুযায়ী তার বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জের কালীগঞ্জ পশ্চিম পাড়াস্থ শাহী মসজিদ এলাকায়।