বাংলাদেশ সফরে নেদারল্যান্ডসের তিন টি-টোয়েন্টি 

টাইমস স্পোর্টস
2 Min Read
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস। ছবি: আইসিসি

স্থগিত হয়েছে আগস্টে ভারতের বাংলাদেশ সফর। এশিয়া কাপের আগে তাই বাংলাদেশ জাতীয় দলের সূচি ফাঁকাই থাকছিল। তবে বড় এই টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের যথাযথ প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে রয়্যাল ডাচ ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। 

বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্রে জানা গেছে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে ডাচরা। এখনো চূড়ান্ত হওয়ার বাকি সিরিজের সূচি। তবে জানা গেছে, ১৯ আগস্ট থেকে ২৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি।

সিরিজের ভেন্যুও এখনো ঠিক করা হয়নি বিসিবির পক্ষ থেকে। গ্রাউন্ডস কমিটির বরাতে জানা গেছে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেটে সংস্কার কাজ চলমান থাকায়, সিলেট অথবা চট্টগ্রামকে ভেন্যু হিসেবে বেছে নেয়া হতে পারে। অপেক্ষা এবার সূচি ও ভেন্যু নির্ধারণের আনুষ্ঠানিক ঘোষণার। 

মূলত বড় কোনো দলের সূচি ফাঁকা না থাকাতেই নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয়েছে বিসিবির। এশিয়া কাপের আগে লিটন দাসদের মাস দেড়েকের ফাঁকা সূচি আর প্রস্তুতির কথা মাথায় রেখেই তাদের প্রস্তাব দেয়া হয়েছে বিসিবির তরফ থেকে। 

গত ২৬ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে  বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বেশিরভাগ দেশের সূচিই আগে থেকে ঠিক করা আছে। আমাদের এখানে ভারতের আসার কথা ছিল, আমরাও সেই হিসেব মতোই এগোচ্ছিলাম। এই সিরিজটা খেলেই আমরা এশিয়া কাপে যেতাম। যেহেতু ভারত আসছে না, একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। বড় কোনো দেশকে এই মুহূর্তে পাওয়া যাবে না। আমরা অন্য কোন দেশের সাথে…এটা নেপাল হতে পারে, নেদারল্যান্ডস হতে পারে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব।’ 

সবকিছু ঠিকঠাক থাকলে প্রথমবারের মতো ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি তো বটেই, দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও অবদান রাখবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *