বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় শুল্ক চুক্তি নিয়ে ফের আলোচনা

2 Min Read
প্রতীকী ছবি

 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হচ্ছে বুধবার ওয়াশিংটনে, যা চলবে ১১ জুলাই পর্যন্ত।

প্রধান উপদেষ্টার প্রেস ইউং জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) আমন্ত্রণে এই আলোচনায় অংশ নিচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল, যার নেতৃত্বে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাণিজ্য সচিব ও অতিরিক্ত সচিব। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হচ্ছেন।

এই বৈঠক এমন সময় হচ্ছে যখন মাত্র দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাদের কাছে একটি চিঠি পাঠান, যার একটি কপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দপ্তরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে সরকার। বাংলাদেশই প্রথম দেশ, যারা চুক্তির আলোচনায় দ্রুত সাড়া দিয়েছে।

গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে ইতিবাচক অগ্রগতির পর এবার আরও গভীর ও ব্যাপক আলোচনা হচ্ছে। আলোচনায় থাকছে শুল্ক হ্রাস, মার্কেট অ্যাক্সেস, বস্ত্র, ওষুধ ও কৃষিপণ্যে অশুল্ক প্রতিবন্ধকতা দূর করার বিষয়।

এছাড়া, পণ্য উৎস চিহ্নিতকরণ, বাণিজ্য বিরোধ নিষ্পত্তি, মেধাস্বত্ব সুরক্ষা, শ্রম ও পরিবেশ মান এবং নিয়ন্ত্রক সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা চলছে।

এদিকে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে একান্ত বৈঠকের মাধ্যমে শুল্ক ইস্যুতে ইতিবাচক সমাধান আসবে বলে আমরা আশাবাদী। এখনও কোনো চূড়ান্ত হার নির্ধারিত হয়নি।’

বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *