অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের ঋণমান স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে অর্থনীতির আন্তর্জাতিক মান নির্নয়কারী সংস্থা ‘স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর’ (এস অ্যান্ড পি)। পাশাপাশি তারা বাংলাদেশ সরকারের দীর্ঘমেয়াদী ঋণমান রেটিং ‘বি প্লাস’ করেছে।
বৃহস্পতিবার এস অ্যান্ড পি-এর সর্বশেষ মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং অর্থনৈতিক সংস্কারের কারণে দেশের বৈদেশিক তরলতা ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে। তবে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য পদক্ষেপ এবং বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ফলে বাণিজ্যিক সম্পর্ক এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় ঝুঁকি বাড়তে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি।
এস অ্যান্ড পি বলছে, বাংলাদেশে ভবিষ্যতে ৬.১ শতাংশ প্রবৃদ্ধি বজায় রাখার সম্ভাবনা রয়েছে। তবে তা রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাহ্যিক পরিস্থিতির উন্নতির উপর নির্ভরশীল। তারা সতর্ক করে জানিয়েছে, যদি বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ক্রমাগত প্রাপ্তির চেয়ে বেশি হয়, তবে মূল্যায়নে অবনতি হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং প্রবাসী আয় দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করছে, যা বৈদেশিক ঋণের ভার কমাতে সহায়তা করছে।