প্রখ্যাত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠিত হয়েছে।
ইউনিভার্সেল হাসপাতালের আইসিইউয়ের মেডিকেল অফিসার ডা. দিদারুল আলম টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘ফরিদা পারভীনের নিয়মিত ডায়ালাইসিস চলছে। ওনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আমরা বুধবার একটি ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছি।’
তিনি জানান, পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড তাকে নিয়মিত পরীক্ষা করছে। বোর্ডের নেতৃত্বে আছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে আজাদ।
এর আগে শিল্পীর স্বামী গাজী আব্দুল হাকিম জানিয়েছিলেন, শ্বাসকষ্টজনিত সমস্যায় এর আগেও তাকে তিনবার আইসিইউতে নেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে তিনি আইসিইউতে ছিলেন ১৩ দিন। পরে সুস্থ হলে কেবিনে নেওয়া হয়।
তিনি জানান, তারা চান ফারিদাকে দেশে বা বিদেশে উন্নত চিকিৎসা করাতে। এর জন্য সরকারের সহায়তা প্রয়োজন। তবে তারা কোনো আর্থিক সহায়তা চান না।
ফরিদা পারভীনের জন্ম ১৯৫৪ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাঔঁল গ্রামে। নজরুল ও দেশাত্মবোধক গান দিয়ে পরিচিত পেলেও লালনসংগীতে বিশেষ খ্যাতি অর্জন করেন এ শিল্পী। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন তিনি।
১৯৭৩ সাল থেকে মোকছেদ আলী সাঁইসহ বেশ কয়েকজন প্রখ্যাত সাধকের কাছে লালন সঙ্গীতের শিক্ষা গ্রহণ করেন ফরিদা। ১৯৮৭ সালে একুশে পদক, ২০০৮ সালে জাপানের ফুকুওকা এশিয়ান কালচার প্রাইজ এবং ১৯৯৩ সালে সেরা প্লেব্যাক শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
প্রায় পাঁচ দশক ধরে লালন সঙ্গীত চর্চা ও প্রচারে যুক্ত ফরিদা পারভীন ১৬ বছর আগে ‘অচিন পাখি মিউজিক একাডেমি’ প্রতিষ্ঠা করেন। তবে অসুস্থতা ও আর্থিক সংকটে প্রতিষ্ঠানটি ঠিকমতো চলেনি।