পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে তিনটি মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছে।
বৃহস্পতিবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল আল মামুন এই আদেশ দেন। একইসঙ্গে তিনজনকে ‘পলাতক’ ঘোষণা করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে আদালত।
এর মধ্যদিয়ে এ মামলাগুলোর আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৪ সালের ডিসেম্বর মাসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ পাওয়া প্লট নিয়ে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান শেষে ২০২৫ সালের জানুয়ারিতে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করে দুদক।
পরে চলতি বছরের ২৫ মার্চ এসব মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে ছয়টি প্লট নিজেদের নামে বরাদ্দ নেন।
অভিযোগপত্রে শেখ হাসিনাসহ ২৮ জনকে পলাতক দেখানো হয়। আসামিদের মধ্যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামও রয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে মামলাগুলো আমলে নিয়ে আদালত সব আসামির বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
দুদকের দায়ের করা এসব মামলার পরিপ্রেক্ষিতে সরকারপক্ষ ও আইনজীবীরা জানান, বিচার প্রক্রিয়া নিয়ম অনুযায়ী চলবে। তবে আসামিরা আত্মসমর্পণ না করা পর্যন্ত তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে বলে আদালত আদেশ দিয়েছে।