নিউমার্কেটে সেনা অভিযানে ১,১০০ ধারাল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯

টাইমস রিপোর্ট
2 Min Read
রাজধানীর নিউমার্কেট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র উদ্ধার। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটে বাসনকোসন বিক্রির তিনটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় নয়জনকে আটক করা হয়।

উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে অভিযুক্ত কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি, চায়নিজ কুড়াল ও অন্যান্য ধারালো অস্ত্র।

শনিবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ক্যাম্পে  সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম উদ্দিন এক প্রেস ব্রিফিং- এ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সম্প্রতি ঢাকা শহরে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে গেছে। গ্রেপ্তারদের কাছ থেকে বারবার এ ধরনের ধারালো অস্ত্র উদ্ধার হওয়ায় গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়।’

‘চলতি মাসে গণমাধ্যম ও গ্রেপ্তার হওয়া কয়েক অভিযুক্ত সন্ত্রাসীর তথ্যের ভিত্তিতে জানা যায়, নগরীর কোনো কোনো এলাকায় এসব অস্ত্র ভাড়া ও বিক্রি হচ্ছে। পরে সেনাবাহিনীর গোয়েন্দা সদস্যরা নিউ মার্কেট এলাকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন দোকানে গৃহস্থালি কাজে অপ্রয়োজনীয় এসব ধারালো অস্ত্র মজুত দেখতে পান,’ যোগ করেন তিনি।

ব্রিফিং- এ বলা হয়, অভিযোগ রয়েছে, এসব অস্ত্র দিয়ে  সম্প্রতি একাধিক খুন-জখম, চাঁদাবাজি ও ছিনতাইয় হয়েছে। অভিযান চলমান রয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া আটককৃত ব্যবসায়ীদের সঙ্গে দুষ্কৃতিকারীদের যোগসাজশ আছে কিনা, তা যাচাইয়ে তদন্ত চলছে।

ব্যবসায়ী সমাজের উদ্দেশে সেনাবাহিনী বলেছে, কেউ যেন এসব অস্ত্র বিক্রি না করেন। অনেকেই স্মারক হিসেবে কিনলেও বাস্তবে এগুলো অপরাধে ব্যবহৃত হচ্ছে। সাধারণ জনগণকেও সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে—যদি কোথাও অবৈধ ধারালো অস্ত্রের ব্যবসা চোখে পড়ে, তাহলে নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিতে বলা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *