নড়াইলে এস এম সুলতানের জন্মবার্ষিকী পালন

টাইমস ন্যাশনাল
2 Min Read
শিল্পী এসএম সুলতান। ছবি: বাংলাদেশ আর্ট উইক, ফেসবুক পেজ

নড়াইলে পালিত হয়েছে দেশবরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী। রোববার সকাল ৯টার দিকে শিল্পীর জন্মস্থান মাছিমদিয়ায় তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল এবং কোরআনখানি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজিত কর্মসূচিতে নড়াইল প্রেস ক্লাব, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, লাল বাউল সম্প্রদায়, জেলা শিল্পকলা একাডেমি, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, জুলাই যোদ্ধা কাউন্সিল, মুর্ছনা সংগীত নিকেতন ও চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান।

চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের শ্রদ্ধা নিবেদন। ছবি: ইউএনবি

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন, এস এম সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাভোকেট ইকবাল হোসেন সিকদার, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সিনিয়র সহসভাপতি আজিজুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাভোকেট মো. আলমগীর সিদ্দিকী, এস এম সুলতান চারু কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফসহ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন তিনি। তার ডাক নাম ছিল ‘লাল মিয়া’।

১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নড়াইল শহরের কুড়িগ্রামে সংগ্রহশালা চত্বরে শায়িত আছেন ‘মাটি ও মানুষের’ এই চিত্রশিল্পী।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *