দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে পদযাত্রার সময় ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার সংসদ থেকে পদযাত্রা শুরু করে পরিবহন ভবনের কাছে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। এ সময় বিরোধী সাংসদেরা সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দেন।
ভিডিও থেকে দেখা যায়, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা ও কর্মী রাস্তায় বসে আছেন, হাতে ব্যানার ও পতাকা নেড়ে স্লোগান দিচ্ছেন। অনেককে পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি করতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।
আটকের পর রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, ‘আসলে আমরা কথা বলতে পারি না, এটাই সত্য। এই লড়াই রাজনৈতিক নয়, সংবিধান বাঁচানোর লড়াই। এক ব্যক্তি এক ভোটের লড়াই। তাই আমরা একটি পরিষ্কার ভোটার তালিকা চাই।’
পদযাত্রায় রাহুল ও প্রিয়াঙ্কা ছাড়াও ডিম্পল যাদব, মহুয়া মাজি, সঞ্জয় রাউত, রণদীপ সুরজেওয়ালা ও কেসি ভেনুগোপালসহ বহু বিরোধী সাংসদ অংশ নেন।