দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের ভেতরেই ঝড় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস।
আবহাওয়ার বার্তায় বলা হয়, মঙ্গলবার ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সে.) তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা ও যশোর অঞ্চলেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ দিন সকাল পৌনে ৯টা থেকে দুপুর ১টার মধ্যে দেশের সাতটি জেলার কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও ঠাকুরগাঁও জেলার কিছু স্থানে এই সময়ের মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার চেয়েও বেশি হতে পারে।
বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদি কেউ বাইরে থাকেন, তবে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, চলতি মে মাসের শেষ দিকে অথবা জুনের শুরুতে এ ধরনের ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি আসন্ন বর্ষার পূর্বাভাস হিসেবে ধরা হচ্ছে।
এছাড়া এ মাসের শেষ দিকে মৌসুমি বায়ুর আগমনে তাপপ্রবাহের প্রকোপ কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।