পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। ৯ ম্যাচ পর টস ভাগ্য ফিরেছিল, এক ম্যাচ পরই আবার টস হারতে হলো লিটন দাসকে।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ার আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা শোক প্রকাশ করেছেন মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের উদ্দেশ্যে।
পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর ম্যাচের একাদশ থেকে দুটি বদল এনেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের পরিবর্তে আনা হয়েছে নাঈম শেখকে। সর্বশেষ শ্রীলংকা সফরে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। আগের ম্যাচে তিন উইকেট নেয়া তাসকিন আহমেদের বদলে একাদশে এসেছেন শরীফুল ইসলাম।
একাদশে একটি বদল এনেছে পাকিস্তানও। লেগ স্পিনার আবরার আহমেদকে বসিয়ে সুযোগ দেয়া হয়েছে অভিষিক্ত ডানহাতি পেসার আহমেদ দানিয়ালকে।
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১১০ রানে গুটিয়ে দিয়ে সেই লক্ষ্য ৩৫ বল হাতে রেখে টপকে যায় বাংলাদেশ। পারভেজ ইমনের ঝড়ো ফিফটির সাথে তাওহিদ হৃদয়ের ত্রিশোর্ধ্ব ইনিংসে সহজ জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, শেখ মাহেদী, হাসান রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, আগা সালমান (অধিনায়ক),মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।