অবশেষে টস জিতলেন লিটন দাস। ১৪ ম্যাচের ছোট্ট অধিনায়কত্বের ক্যারিয়ারে টানা ৯ ম্যাচে টসে হারের পর খুলল তার টস ভাগ্য। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে কেবল একটি পরিবর্তন এসেছে। শরীফুল ইসলামের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে কোনো সুখস্মৃতি নেই বাংলাদেশের। লাহোরে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলেন লিটনরা। চেনা কন্ডিশনে তাই তাদের সামনে প্রতিশোধেরও সুযোগ এই সিরিজ।
পাকিস্তানের খেলা সর্বশেষ ম্যাচের একাদশ থেকে এসেছে বেশ কয়েকটি বদল। একাদশে ফিরেছেন ফখর জামান, বাদ পড়েছেন সাহিবজাদা ফারহান। অভিষেক হচ্ছে পেসার সালমান মির্জার।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, শেখ মাহেদী, হাসান রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।