বিএনপিকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, একটি দল ক্ষমতায় আসার নিশ্চয়তা পায়–এমন নির্বাচন মানবে না দেশের জনগণ।
তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন হতে হবে এবং সে ভোট হবে পিআর পদ্ধতিতেই।’
বুধবার বিকালে রাজধানীর বিজয়নগর এলাকায় দলের ঢাকা দুই মহানগরী আয়োজনের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে দলটি।
সব রাজনেতিক দলকে এক টেবিলে বসে একটি নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরির আহ্বানও জানান তিনি ।
জামায়াতের এই নেতা বলেন, ‘রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে ফের ১/১১’র পরিস্থিতি তৈরি হতে পারে। এ ছাড়া সরকার যদি একটি সুষ্টু নির্বাচনের পরিবেশ তৈরিতে ব্যর্থ হয় তবে জনগণ তাদেরকে ক্ষমা করবে না।‘
তিনি বলেন, ‘একটি দল বলছে ক্ষমতায় গেলে তারা সংস্কার করবে। তাহলে এখন করতে সমস্যা কোথায়। বুঝতে হবে তাদের মধ্যে গলদ আছে। আপনারা যে ক্ষমতায় যাবেন সে নিশ্চয়তা কে দিয়েছে? জরিপ বলছে ক্রমেই আপনাদের জনপ্রিয়তা কমছে। আমাদের বাড়ছে। এ ছাড়া দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়।’
প্রধান উপদেষ্টার ঘোষিত জুলাই ঘোষণাপত্র একটি দল ছাড়া অন্য সব দল গ্রহণ করেনি। এখানে একটি দলের মতামতের প্রতিফলন হয়েছে। জুলাই সনদও একটি দলের কথামতো করার চেষ্টা করলে মানুষ ফের রাস্তায় নামবে। তিনি সব রাজনৈতিক দলকে প্রজ্ঞার পরিচয় দিয়ে চলমান সমস্যার সমাধানের আহ্বান জানান।
ঢাকা মহানগর দক্ষিণ শাখা জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রফিকুল ইসলাম খান, মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীন প্রমুখ।