সিলেটের জাফলঙের লামা পুঞ্জিতে ভিন্ন ভাষাভাষী খাসি জনগোষ্ঠীর দুই হাজার পান গাছ কেটে ধ্বংস করার প্রতিবাদ জানাল ঢাকায় বসবাসরত ‘আদিবাসী ছাত্র ও যুব সংগঠন’। বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠন নেতারা ওই ঘটনার প্রতিবাদ জানান।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘হাজার বছর ধরে বৃহত্তর সিলেটে শান্তিপ্রিয় খাসি জনগোষ্ঠী পান চাষ করে জীবন নির্বাহ করছেন। কিন্তু গত ২৮ জুলাই লামা খাসি পুঞ্জিতে দুর্বৃত্তরা ২৫ বছরের পুরনো দুই হাজারের বেশি পান গাছ ধ্বংস করায় সেখানে সকলে উচ্ছেদ আতংকে রয়েছেন।’

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি লামার খাসিদের নিরাপত্তা নিশ্চিত এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে ‘কুবরাজ আন্তঃ পুঞ্জি উন্নয়ন সংগঠনের’ হেলেনা তালাং বলেন, ‘আদিবাসীরা বনকে রক্ষা করতে জানে, কিন্তু রাষ্ট্র আদিবাসীদের রক্ষা করতে ব্যার্থ।’
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী ফোরামের গজেন্দ্রনাথ মাহাতো, আদিবাসী ফোরামের উজ্জ্বল আজিম, আদিবাসী অধিকার আন্দোলনের রিপন বানাই, আদিবাসী যুব ফোরামের আন্তনী রেমা, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের অনন্ত তঞ্চংগা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুর্মী চাকমা প্রমুখ।