চাঁদাবাজদের দৌরাত্ম দেখা যাচ্ছে: নাহিদ

ইউএনবি
2 Min Read
খুলনায় পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: ইউএনবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দেশে আবার নতুন করে চাঁদাবাজদের দৌরাত্ম দেখা যাচ্ছে। অথচ জুলাই গণঅভ্যুত্থান ছিল চাঁদাবাজ ও লগি-বৈঠার বিরুদ্ধে। চাঁদাবাজির বিরুদ্ধে আবারো প্রস্তুতি নিতে হবে আন্দোলনের।

শুক্রবার (১১ জুলাই) রাতে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, ‘আমরা যখন খুলনায় পদযাত্রা নিয়ে আসছি, তখন রাজধানী ঢাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এমন প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলন হয়নি। সুতরাং জুলাই গণঅভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’

‘খুলনায় মিল-কল-কারখানা বন্ধ করে আওয়ামী লীগ খুলনা শিল্প নগরীর ঐতিহ্য ধ্বংস করেছিল। সুন্দরবন ধ্বংসের জন্য রামপালে বিদ্যুৎ কেন্দ্র করেছিল। এসবের বিরুদ্ধে আবারও সোচ্চার হতে হবে। শিল্প গড়তে হবে, সুন্দরবন রক্ষা করতে হবে।’

আগামী ৩ আগষ্ট ঢাকায় জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দিতে খুলনাবাসীর প্রতি আহবান জানান তিনি।

যশোর থেকে সড়ক পথে নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা সন্ধ্যায় খুলনায় পৌঁছান। মাগরিবের পর শুরু হওয়া পথসভা শেষ হয় রাত ৮টা ৪৫ মিনিটে। এসময় এনসিপি নেতারা বক্তব্য দেন। মঞ্চে ছিলেন, জুলাই শহীদদের পরিবারের সদস্যরা। পথসভা হলেও মূলত: সেটি একটি সমাবেশে রূপ নেয়।

‘খুলনার মাটিতে পরিবর্তনের ডাক – জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি’ এবং ‘পরিবর্তনের বার্তা নিয়ে খুলনায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা’ শ্লোগানে অনুষ্ঠিত পদযাত্রার এ পথসভায় বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, সারজিস আলম, নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় নেতারা।

বক্তারা আগামী নির্বাচনে খুলনার ছয়টি আসনেই জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে—এমন ঘোষণা দিয়ে বলেন, নির্বাচনে এনসিপির প্রার্থীদের বিজয়ী করে নতুন বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ।

বক্তারা বলেন, ‘মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান করতে হবে। কেননা মুজিববাদী সংবিধান রাতের ভোট বন্ধ করতে পারে না, বাকশাল রোধ করতে পারে না।’

এর আগে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পদযাত্রা সহকারে এনসিপি নেতারা খুলনার শিববাড়ি মোড়ের হোটেল টাইগার গার্ডেনে পৌঁছান। সেখান থেকে মাগরিব বাদ পথসভামঞ্চে পৌঁছালে জাতীয় পতাকা এবং ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়। শিববাড়ির পথসভা রূপ নেয় সমাবেশে। পরে নেতারা শিল্পাঞ্চল খালিশপুরের পিপলস গোল চত্বরে যান এবং সেখানে অপর একটি সমাবেশে যোগ দেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *