গাজীপুরে দুই দিনে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে; এর মধ্যে একজন নিহত হয়েছেন, অন্যজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আন্তর্জাতিক সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ) এসব ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
আরএসএফ এক বার্তায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বৃহস্পতিবার ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) গাজীপুর শহরের এক বাজারে এক ব্যক্তির ওপর হামলার ভিডিও ধারণ করায় হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনি এক ব্যক্তিকে ধাওয়া করা দুর্বৃত্তদের দৃশ্য ধারণ করছিলেন। নিহতের ভাই বাদী হয়ে মামলা করলে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।
এর আগের দিন, বুধবার ‘দৈনিক বাংলাদেশের আলো’-এর সাংবাদিক আনোয়ার হোসেন (৩৫) একই শহরে সন্ত্রাসীদের হামলার শিকার হন। তিনি রিকশাচালকদের কাছে চাঁদাবাজির বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় সন্দেহভাজন চাঁদাবাজ চক্রের সদস্যরা তাকে নির্মমভাবে মারধর করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আনোয়ার মাটিতে পড়ে আছেন, তাকে ঘিরে প্রায় ১০ জন দাঁড়িয়ে আছে এবং একজন ইট দিয়ে তার মাথায় আঘাত করছে। গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দুই সাংবাদিক স্থানীয় গ্যাংয়ের কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করায় এভাবে হামলার শিকার হয়েছেন। এ ঘটনা মাঠপর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তাহীনতার ভয়াবহ চিত্র তুলে ধরছে।’
সংস্থাটি দ্রুত বিচারে আনার পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।