গঙ্গাচড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

টাইমস ন্যাশনাল
1 Min Read
গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি  ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: টাইমস

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি  ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে ‘অজ্ঞাতনামা লোকজন’ সনাতন ধর্মাবলম্বীদের ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে। এ ঘটনায় রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাতনামা এক হাজার থেকে এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় যৌথ অভিযানে এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মহানবীকে (দ.) নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগ তুলে রোববার গঙ্গাচড়া এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে মাইকিং করে বিক্ষোভের ডাক দেওয়া হয়।

পরে বিক্ষোভকারীরা স্থানীয় বাজারে জড়ো হয়ে মিছিল নিয়ে আলদাদপুর গ্রামে যায়। মিছিল থেকে গ্রামের সনাতনীদের অন্তত ১৪ থেকে ১৫টি বাড়িতে ব্যাপক হামলা-লুটপাট চালানো হয়।

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *