খোলাখুলি দলের সমালোচনায় আপত্তি বুলবুলের

টাইমস স্পোর্টস
3 Min Read
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (মাঝে)। ফাইল ছবি।

শ্রীলংকা সফরে টেস্ট সিরিজে আশা জাগিয়েও বাংলাদেশের শেষটা হলো হতাশায়। ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েও তা হাতছাড়া করে ২-১ ব্যবধানে হেরে। চলতি টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থতায় শুরু, তবে দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরেছে বাংলাদেশ। আগামী ১৬ জুলাই কলম্বোতে হবে সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টি। সব মিলিয়ে দেশের ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। তবে দলের এমন অবস্থাতেও খোলাখুলি ক্রিকেটারদের সমালোচনায় রাজি নন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ফারুক আহমেদের অপসারনের পর গত ৩০ মে বিসিবি সভাপতির চেয়ারে বসেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল। অবশ্য নিজের স্বল্প মেয়াদের দায়িত্বকালে দলীয় সাফল্য সেভাবে দেখতে পারেননি তিনি। পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর শ্রীলংকায় হেরেছে টেস্ট ও ওয়ানডে সিরিজ। তবে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরায় সুযোগ এসেছে সিরিজ জয়ের। বুলবুলের আশা, দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্স ধরে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ।

রাজধানীর পল্টন উডেন ফ্লোর জিমনেশিয়ামে ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুলবুল। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীলঙ্কায় জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।

বুলবুল বলেন, ‘আমি হয়তো সিরিজ শেষে এনালাইজ করতাম। এখন পর্যন্ত টেস্ট সিরিজটা যদি দেখেন, প্রথম ম্যাচটা হয়তো আমরা জেতার মতো অবস্থা তৈরি করেছিলাম। দ্বিতীয় টেস্ট হেরে গেলাম। প্রথম ওয়ানডেতে আমরা একটু সেন্সিবল খেললে হয়তো ম্যাচটা জিততেও পারতাম। তারপর শেষ ওয়ানডেটা আমরা হেরে গেলাম। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা আমরা ভালো খেলিনি। কালকে আমরা ভালো খেলেই জিতেছি। আরেকটা ম্যাচ বাকি আছে। সব মিলিয়ে আমার মনে হয়েছে, বেশ কিছু উন্নতির জায়গা আছে। তারপরও আমি বলব যে, আমাদের দল ভালো খেলছে। আশা করি, নেক্সট ম্যাচটা ভালো খেললে সিরিজটা জিততে পারি।’

বিগত সময়ে নিজের দায়িত্বকালে দলীয় কিংবা ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশ্যেই কথা বলেছেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্ষেত্রবিশেষে ঢালাও সমালোচনাও করেছেন কোনো রাখঢাক না রেখে। এমনকি টসের সিদ্ধান্ত থেকে শুরু করে ব্যাটিং অর্ডার নিয়েও বিভিন্ন সময় নিজের মতামত দিয়েছেন তিনি। তবে বুলবুল সেই পথে হাঁটতে চান না। সরাসরিই বলেছেন, সভাপতি হিসেবে দল নিয়ে তার কোনো মন্তব্য করা উচিত না।

ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টি-টোয়েন্টি স্পেশালিস্ট শামীম হোসেন পাটোয়ারির আগে ব্যাটিংয়ে পাঠানো হয় মেহেদী হাসান মিরাজকে। ম্যাচ জিতলেও টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তের বেশ সমালোচনা হয়েছে। সেই প্রসঙ্গে প্রশ্ন যায় বুলবুলের কাছেও। তবে দলের সিদ্ধান্তকে সমর্থন করাই সভাপতি হিসেবে নিজের করণীয় বলে মনে করেন বুলবুল, ‘প্রেসিডেন্ট হিসেবে দল সম্পর্কে আমার মন্তব্য করা উচিত না। একটা স্ট্র্যাটেজির মধ্যে তারা খেলে। তাদের একটা গেম প্ল্যান আছে। প্রত্যেকটা ব্যাটসম্যানের কিছু গেম প্ল্যান থাকে। হয়তো এরই একটা অংশ ছিল (মিরাজকে আগে নামানো)। আমি কোচ হলে… এই মুহূর্তে বলতে পারছি না।প্রেসিডেন্ট হিসেবে আমার সাপোর্ট করা উচিত দলের সিদ্ধান্ত।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *