গত মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শেষ হয়েছে চলতি বছরের ২৯ এপ্রিল। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও ক্লাব থেকে পুরো পারিশ্রমিক পাননি অনেক ক্রিকেটারই। এদের মধ্যে অন্যতম ব্রাদার্স ইউনিয়ন। এই ক্লাবের বেশিরভাগ ক্রিকেটারেরই পাওনা বকেয়া আছে এখনো।
বকেয়া পারিশ্রমিক আদায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চিঠিও দিয়েছেন তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার মিরপুর স্টেডিয়ামে একটি সংবাদ সম্মেলনেরও ঘোষণা দেন ক্লাবটির ক্রিকেটারদের একাংশ।
সকাল ১১টার দিকে ব্রাদার্সের হয়ে গত মৌসুমের ডিপিএল খেলা সাত জন ক্রিকেটার আসেন মিরপুর স্টেডিয়ামে। বিসিবির একাডেমি ভবনে গোপন বৈঠকও সারেন তারা নিজেদের মধ্যে। এর ঘণ্টা দুয়েক পর জানা যায়, সংবাদ সম্মেলনে স্থগিত করেছেন তারা। নেপথ্যে ছিল ব্রাদার্স ক্লাব কর্তৃপক্ষ থেকে আসা একটি ফোন কল।
নাম প্রকাশ না করার শর্তে ব্রাদার্সের এক ক্রিকেটার বলেন, ‘আমরা এখানে সংবাদ সম্মেলন করতেই এসেছিলাম। কিন্তু আমরা আসার পর ক্লাব থেকে ফোন করে জানানো হয়, বকেয়া পরিশোধ করতে তাদের আরো এক সপ্তাহ সময় প্রয়োজন, আমরা তাদের সেই সময়টা দিয়েছি।’
মিরপুর স্টেডিয়ামে উপস্থিত আরো এক ক্রিকেটার জানান, চাইলে তারা সংবাদ সম্মেলনে ক্লাবের অনিয়ম ও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে টালবাহানার কথা বলতে পারতেন। যেহেতু ক্লাব থেকে অনুরোধ করা হয়েছে, সেই হিসেবে এক সপ্তাহ সময় তারা বেধে দিয়েছেন। সেই ক্রিকেটার আরো জানান, আসন্ন এক সপ্তাহের মধ্যে বকেয়া পারিশ্রমিক বুঝে না পেলে, পরিকল্পনা অনুযায়ী তারা সংবাদ সম্মেলন করবেন।
ঢাকা লিগের সর্বশেষ আসর ব্রাদার্স শেষ করেছিল পয়েন্ট টেবিলের ১১ নম্বর হয়ে। ১১ ম্যাচ খেলে জিতেছিল মাত্র ২টিতে। বাকি ৯টিতে হেরেছে ক্লাবটি। খেলতে হয়েছে রেলিগেশন জোনের ম্যাচও। যদিও রেলিগেশন এড়ানোর লড়াইয়ে ২টি ম্যাচেই জিতেছে তারা।