কৃষিজমি সংরক্ষণে হচ্ছে আইন: আদিলুর

টাইমস রিপোর্ট
2 Min Read
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: টাইমস

কৃষিজমি ব্যবহার করে নগরায়ন বন্ধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, ‘আমাদের কৃষিজমি কমে যাচ্ছে। তাই রাজধানীর বাইরেও কৃষিজমি ব্যবহার করে নগরায়ন করা ও অপরিকল্পিতভাবে কৃষিজমি অধিগ্রহণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য কৃষিজমি সংরক্ষণ আইন প্রণয়ণ করা হচ্ছে।’

শনিবার রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বুয়েটের স্থাপত্য বিভাগের ডিজাইন স্টুডিও-৮ এর শিক্ষকবৃন্দ এবং ২০১৯ ব্যাচের উদ্যোগে ‘ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তভূর্ক্তিমূলক আবাসন: ডিজাইন গবেষণা উপস্থাপন ও আলোচনা’ শীর্ষক এই কর্মশালাটির আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘ঢাকায় আর প্লটের জায়গা নেই। আশেপাশের জেলাগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো করার বিষয়ে কাজ করছে সরকার। যাতে সবাই ঢাকায় কাজ শেষে আবার ফিরে যেতে পারে।’

‘আমাদের নগরায়ন শুধু ঢাকাকেন্দ্রিক। কিন্তু এটি গ্রামাঞ্চলে পৌঁছে দিতে হবে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এটি বাস্তবায়ন করলে উন্নয়নের সুফল দেশের সর্বোস্তরের মানুষের কাছে পৌঁছাবে,’যোগ করেন তিনি।

একই সঙ্গে স্বল্প আয়ের মানুষদের জন্য পরিকল্পিতভাবে একটা ভালো আবাসন ব্যবস্থা গড়ে তুলতে নগর পরিকল্পনার ওপরেও গুরুত্বারোপ করেন তিনি।

অভ্যুত্থানের পর সরকারি প্লট বরাদ্দের বিষয়ে আগের ‘বৈষম্যমূলক’ নিয়ম বাতিল করা হয়েছে বলে জানান আদিলুর রহমান খান।

তিনি বলেন, ‘আগে দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী, উপদেষ্টা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য প্লট দেওয়া হতো। কিন্তু এখন লটারির বাইরে রাজউক বা গৃহায়ণ কর্তৃপক্ষ আর কোনো প্লট বরাদ্দ দিতে পারবে না।’

সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এ বি এম বদরুজ্জামান, উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরী, স্থাপত্য বিভাগের শায়ের গফুর প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *