কী থাকছে বিসিবির বোর্ড সভায়

টাইমস স্পোর্টস
2 Min Read
আজ বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের চতুর্থ সভা ছবি: সংগৃহীত

সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্ষদের যে তিনটি সভা এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, সবকটিতেই সশরীরে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে শনিবার বিকাল ৩টায় শুরু হতে যাওয়া বিসিবির বর্তমান পরিচালকদের বৈঠকে বুলবুল যোগ দেন ভিডিও কনফাররেন্সে। পরিবারের সাথে অস্ট্রেলিয়াতে থাকায় এই পন্থায় যুক্ত থাকবেন তিনি। আরেক পরিচালক ফাহিম সিনহাও একইভাবে যোগ দেবেন সভাতে। বিসিবি সূত্রে জানা গেছে, বুলবুলের বোর্ডের চতুর্থ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে চলছে।

এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হোস্টিং ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চূড়ান্ত, আসন্ন এনসিএল টি-টোয়েন্টি, গ্রাউন্ডস ফ্যাসিলিটি, ক্রিকেট অপারেশন্স, আম্পায়ার সাইমন টফেল, পিচ কিউরেটর টনি হেমিংয়ের নিয়োগ চূড়ান্তকরণ-সহ মোট ১৯টি এজেন্ডা থাকবে আলোচ্য বিষয়ে।

সম্প্রতি পাওয়ার হিটিং কোচ হিসেবে অনানুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন জুলিয়ান উড। তার নিয়োগের ব্যাপারেও আনুষ্ঠানিকভাবে জানানোর কথা আজ বৈঠক শেষে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দীর্ঘদিনের পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সাথেও চুক্তি ছিন্ন করতে যাচ্ছে বিসিবি। তার বদলে আনা হচ্ছে টনি হেমিংকে, যিনি আগেও বিসিবির সাথে স্বল্প মেয়াদে কাজ করেছেন। যদিও সেই যাত্রায় কোনো সুখকর স্মৃতি নিয়ে যেতে পারেননি আইসিসি একাডেমির সাবেক এই কিউরেটর। জানা গেছে, দেশের সব আন্তর্জাতিক ভেন্যুর দেখভালের সাথে সাথে বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

আম্পায়ারদের স্কুলিং ও গ্রেডিং সিস্টেম চালু করতে সাবেক এলিট প্যানেল আম্পায়ার সাইমন টফেলকে দেশের আনার কথা জানিয়েছিলেন সভাপতি বুলবুল। তবে এখনো চূড়ান্ত হয়নি তার সাথে চুক্তি। সভায় এই বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন পরিচালকরা। এছাড়া চিফ ফিনানশিয়াল অফিসার (সিএফও) পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে পড়া ১০০টি আবেদনও আছে আজকের আলোচ্য সূচিতে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *