কক্সবাজারের রামুর রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিক্সা দুমড়ে মুচড়ে গিয়ে একই পরিবারে চারজনসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। এর আগে তাৎক্ষণিকভাবে চারজন নিহতের খবর জানা গিয়েছিল।
কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি রেল ক্রসিং পার হওয়ার সময় ওই অটোরিক্সাটি রেলবিটে উঠে গেলে এই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান নিশ্চিত করে জানান, শনিবার বেলা দেড়টার দিকে ওই দুর্ঘটনা হয়।

পরে ঘটনাস্থল থেকে ওসি তৈয়ব আরো জানান, নিহতদের মধ্যে একজন মরজিনা আক্তার (৩৫) ও তার শিশু সন্তান। তিনি কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলীর বাসিন্দা বলে তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রে জানা গেছে।
অটোরিকশাটির চালক শাহাব উদ্দিনও ঘটনাস্থালে মারা যান। নিহত অপর দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।
রশিদনগরের ইউপি সদস্য বদি আলম সাংবাদিকদের জানান, অটোরিকশাটি রশিদনগর রেলক্রসিং পেরিয়ে রেল লাইনের উপর উঠে পড়লে কক্সবাজার এক্সপ্রেস সেটিকে ধাক্কা দেয়।

তিনি বলেন, ‘এ সময় অটোরিকশাটি ট্রেনের সামনের অংশে আটকে গেলে ট্রেনটি একে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে নিহতদের দেহ ছিন্ন-ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে।’
রামুর সহকারী রেলস্টেশন মাস্টার আক্তার হোসেন বলেন জানান, দুর্ঘটনার পর কক্সবাজার এক্সপ্রেস গন্তব্যে চলে গেছে। কিন্তু স্থানীয় বিক্ষুব্ধরা রামুর পানিরছড়া এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আটকে রাখে।