জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অনুরোধে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ অগাস্টে ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘ছাত্রদল প্রথমে শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দিয়েছিল এবং প্রয়োজনীয় অনুমতিও পেয়েছিল। তবে, রাজনৈতিক সহাবস্থানের পক্ষে বিশ্বাসী ছাত্রদল এনসিপির অনুরোধে স্থান পরিবর্তন করেছে।’
রাকিব বলেন, ‘আমরা প্রথমে সমাবেশের স্থান শহীদ মিনারে ঘোষণা করেছিলাম এবং তাতে অনুমতি পেয়েছিলাম। তাই আমাদের দাবি ছিল বৈধ, তবে আমরা গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী। এনসিপি আমাদের স্থান পরিবর্তন করার জন্য অনুরোধ জানায়, আমরা তাদের অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থান পরিবর্তন করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা সমাবেশটি যেকোনো জায়গাতেই করতে পারতাম, কিন্তু আমরা “কাঁটার বদলে ফুল” দিয়েছি। আমরা চেয়েছি উত্তেজনা না ছড়িয়ে “শান্তির বার্তা” পাঠাতে।’
এছাড়া, রাকিব শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করার কারণে নগরবাসীর যে কোনও অসুবিধা হতে পারে, তার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘শাহবাগ ঢাকার একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানকার ভোগান্তি নগরবাসীর জন্য হতে পারে। এর জন্য আমরা দুঃখিত। তবে এনসিপি নেতাদের বার বার অনুরোধের কারণে আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছি।’
এনসিপির অনুরোধে স্থান পরিবর্তনের কারণে ছাত্রদল সভাপতি বলেন, ‘আমরা চাইলে শহীদ মিনারে সমাবেশ করতে পারতাম, কিন্তু আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিতে চাই। আমরা উস্কানির বিরুদ্ধে শান্তি এবং সহিষ্ণুতার প্রস্তাব দিয়েছি। আমরা বিশ্বাস করি, এমন উদারতা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।’
রাকিব বলেন, ‘যারা অভ্যুত্থান বা সহিংসতার একক দাবিদার হয়ে উঠতে চাইছেন, তাদের কাছে আমাদের বার্তা পরিষ্কার। আমরা আশা করি, এই উদারতার পর তারা নিজেদের অবস্থান পর্যালোচনা করবেন এবং সঠিক ও সুস্থ রাজনৈতিক কার্যক্রম চালাবেন।’
তিনি আরও বলেন, ‘ছাত্রদল ভবিষ্যতে দেশের শিক্ষাঙ্গনে ইতিবাচক, শান্তিপূর্ণ এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ছাত্র রাজনীতি করতে চায়।’