কক্সবাজার টেকনাফের উখিয়ায় সোমবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। এতে আনুমানিক ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার জাহাঙ্গীর আলম (৪০) নামে এক জেলেকে আটকের জের ধরে উত্তেজনার শুরু। নাফ নদীতে মাছ ধরা নিয়ে বিজিবি সদস্যদের সাথে বাদানুবাদের জেরে তাকে আটক করা হয় বলে স্থানীয়দের দাবি। এর প্রতিবাদ করতে গেলে বিজিবি সদস্যরা এলাকাবাসীকে লাঠিপেটা করে, এক পর্যায়ে তারা ফাঁকা গুলিবর্ষন করে লোকজনকে হটিয়ে দেয়। সংঘর্ষের জেরে টেকনাফের হ্নীলা মৌলভীবাজার এলাকায় সড়ক অবরোধ করে এলাকাবাসী।
অন্যদিকে বিজিবি দাবি করেছে, জাহাঙ্গীর মাদক ব্যবসায়ী। তাকে আটক করতে গেলে সহযোগীরা হামলা করে।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘গত ২৮ মে হ্নীলা বিওপির টহলদলের বিশেষ অভিযানে বাধা দেয় মাদক চোরাকারবারী জাহাঙ্গীর আলমসহ ৪০/৫০ জন। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়।’
‘সেই মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে সোমবার বিকেলে খারাংখালী বিওপি’র কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময়ে মাদক চোরাকারবারী জাহাঙ্গীরের কিছু অনুসারী জড়ো হয়ে রাস্তা ব্লক করে রাখে। এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।’
আটক জাহাঙ্গীরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান জসীম উদ্দিন।