ইরানি কোচ ও ফুটসালে বাংলাদেশের ‘জন্ম’

টাইমস স্পোর্টস
2 Min Read
বাংলাদেশ ফুটসাল দলের কোচ সাঈদ খোদারাহমি। ছবি:- বাফুফে

এএফসি ফুটসাল এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে হাতে সময় মাত্র এক মাস, আর এখনো পর্যন্ত মাঠে নামার মতো একটি পূর্ণাঙ্গ দলই গঠন করা হয়নি। এই বাস্তবতা মাথায় রেখে দেরিতে হলেও উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি মাসের শুরু থেকে শুরু হয়েছে দেশব্যাপী ফুটসাল খেলোয়াড়দের বাছাই প্রক্রিয়া।

প্রথমবারের মতো জাতীয় ফুটসাল দল গঠনের অংশ হিসেবে বাফুফে এবার অভিজ্ঞ একজন আন্তর্জাতিক কোচকে দায়িত্ব দিয়েছে। রবিবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হলো তিন মাসের জন্য নিয়োগপ্রাপ্ত ইরানি ফুটসাল প্রশিক্ষক সাঈদ খোদারাহমিকে। বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরেন নিজের দর্শন, পরিকল্পনা এবং চ্যালেঞ্জের কথা।

সাঈদ বলেন, ‘গতকাল আমি প্রথমবারের মতো আপনাদের দেশে আসি। আমার দায়িত্বটা খুবই কঠিন। আজ আমি আপনাদের প্রশ্ন করতে চাই—বাংলাদেশে ফুটসাল স্টেডিয়াম কয়টি? ফুটসালে কতজন কোচ, রেফারি ও খেলোয়াড় আছে? আমি মনে করি, আজ আপনাদের দেশে ফুটসাল জন্ম নিয়েছে। আপনাদের সবাইকে অভিনন্দন।’

তিনি আরও বলেন, ‘আপনারা সমর্থন করুন। আমি আগে মিয়ানমারে পাঁচ বছর কাজ করেছি। সেখানে একই কথা বলেছি, ফুটসাল শুরু হয় সবাই মিলে এগিয়ে আসলে।’

সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আপনারা সাঈদকে সমর্থন দিন। ওকে ফেরত পাঠাবেন না। যুবকদের সমর্থন দিন, নারীদের সমর্থন দিন। আমার পরিকল্পনায় নারী ফুটসালও রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ। আপনার দেশের অর্ধেক মানুষ নারী, তারা কি ফুটসাল পছন্দ করেন না? আমি বিশ্বাস করি, করেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ভৌগোলিক ও আবহাওয়াগত কারণে ফুটসালের জন্য দারুণ উপযোগী। কখনো বৃষ্টি, কখনো গরম—তবুও ফুটসাল খেলা যায়। ইনডোর খেলা হওয়ায় এর সুবিধাও অনেক।’

২০ থেকে ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি ফুটসাল এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্ব। সেখানে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের প্রথম জাতীয় ফুটসাল দল। সময় কম হলেও, দেশব্যাপী বাছাই এবং সাঈদের অভিজ্ঞতা একত্রে কাজে লাগিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চায় বাফুফে। একদিনের মধ্যেই বিদেশি কোচ আসা, পরিচিতি অনুষ্ঠান—সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, এবার সত্যিই ফুটসালের পেছনে জোর দিয়েছে ফেডারেশন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *