বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে নির্ধারিত হয়েছে।
সোমবার রাতে বিএনপির মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকেই অনুরোধ করা হয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সাম্প্রতিক এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন এ বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন ও অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রতিনিধিদলসহ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন।
এই সফরে তিনি রাজা চার্লস তৃতীয় এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলেও আশা করা হচ্ছে।
এছাড়াও তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং খ্যাতনামা ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
সফরের অংশ হিসেবে মুহাম্মদ ইউনূস কমনওয়েলথ ও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, যেখানে তিনি বাংলাদেশের বৈশ্বিক অংশগ্রহণ ও অবস্থান তুলে ধরবেন। তিনি ১১ জুন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (চ্যাটাম হাউজ)-এ একটি বিশেষ বক্তৃতা দেবেন।
প্রধান উপদেষ্টার ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।