ইউনূসকে জড়িয়ে ভারতীয় টিভিতে ভুয়া খবর

টাইমস রিপোর্ট
1 Min Read
Highlights
  • এতে বলা হয়, সম্প্রতি প্রচারিত ওই প্রতিবেদনে পুলিশের ইউনিফর্মকে 'পাকিস্তানের জেনারেলের পোশাকের সঙ্গে মিল রয়েছে' এমন দাবি করে 'বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কাদের সঙ্গে হাত মেলাচ্ছেন' এমন প্রশ্ন তোলা হয়।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে একটি ভারতীয় টিভি চ্যানেলের ‘ভুয়া খবরের’ প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, ভারতীয় টেলিভিশন চ‍্যানেল ‘আজ তাক বাংলায়’ প্রচারিত একটি প্রতিবেদনে পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ সদস্যদেরকে প্রধান উপদেষ্টার পদক প্রদানের ছবিকে ‘গোপন ছবি’ বলে প্রচার করা হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি প্রচারিত ওই প্রতিবেদনে পুলিশের ইউনিফর্মকে ‘পাকিস্তানের জেনারেলের পোশাকের সঙ্গে মিল রয়েছে’ এমন দাবি করে ‘বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কাদের সঙ্গে হাত মেলাচ্ছেন’ এমন প্রশ্ন তোলা হয়।

প্রেস উইং বলছে, মূলত গত ২৯ এপ্রিল পুলিশ লাইন্সে কৃতিত্বপূর্ণ অবদানের জন‍্য বাংলাদেশ পুলিশের ৬২ জন সদস‍্যকে পদক প্রদান করা হয়। তাদের মধ‍্যে এই ছবিতে রয়েছেন তিনজন– অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম, মোসলেহ উদ্দিন আহমদ ও মো. ছিবগাত উল্লাহ এবং উপ মহা পুলিশ পরিদর্শক কাজী মো. ফজলুল করিম। তারা প্রত্যেকেই নিজ দায়িত্বে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এটি কোন গোপন ছবি নয়। এই ছবিটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে সরবরাহ করা হয়েছিল। ”আজ তাক বাংলার” এই প্রতিবেদন বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়েও মিথ‍্যা প্রচারণা চালানো হয়েছে।
এগুলো সবই বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অংশ এবং চরম নিন্দনীয়।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *