পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার হোসেন।
বৃহস্পতিবার রাজধানীর লালবাগ হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আশুরা ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার জানান, ঢাকার সব শিয়া ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এলাকা ভিত্তিক চেকপোস্ট বসানো হয়েছে।
তিনি আরও বলেন, রোববার দিনব্যাপী যেসব রাস্তায় তাজিয়া মিছিল হবে, সেসব এলাকায় সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জনভোগান্তি এড়াতে ওইসব রাস্তা এড়িয়ে চলার অনুরোধ করেন তিনি।
মো. সারওয়ার হোসেন বলেন, তাজিয়া মিছিলে পটকা, আতশবাজি, ধাতব বা দাহ্য পদার্থ বহন করা যাবে না। এছাড়া মিছিলে উচ্চ শব্দ না করা এবং সন্ধ্যার আগেই কর্মসূচি শেষ করার অনুরোধও জানান তিনি।