শেরপুর ও সীমান্তের ওপারে মেঘালয়ে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। আবহাওয়া অফিস বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানিয়েছে, তবে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, লঘুচাপটি উত্তর ও উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লঘুচাপ গুরুত্ব হারালেও বাংলাদেশের উপর বিস্তার লাভ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আরো জানানো হয়, এ সময় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এছাড়া শনিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস ঘন্টায় আট থেকে ১২ কিমি. গতিতে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ দিন সকাল ৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, এ দিন নগরীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ৪২ মিনিটে ও রোববার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ১১ মিনিটে।