নিলামে অবিক্রিত থাকার হতাশা কাটিয়ে আচমকা আইপিএলে ফিরলেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন ‘রিপ্লেসমেন্ট’ খেলোয়াড় হিসেবে—মঙ্গলবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
দল থেকে সরে দাঁড়ানো অস্ট্রেলিয়ান ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্কের জায়গায় ফিরেছেন মুস্তাফিজ। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন এই তরুণ ব্যাটার।
২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লির জার্সি গায়ে মাঠে নেমেছিলেন বাঁহাতি এই পেসার। দুই মৌসুম মিলিয়ে নিয়েছিলেন ৯ উইকেট। এবার ফিরলেন আরও বড় মূল্য নিয়ে। আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবরণ অনুযায়ী, তাঁকে দলে নিতে দিল্লি খরচ করেছে ৬ কোটি রুপি—যা তার নিলামে ঘোষিত ২ কোটি রুপির বেস প্রাইসের তিন গুণ!
ভারত–পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার কারণে টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত হওয়ায় কয়েকজন বিদেশি খেলোয়াড় আগেভাগেই দেশে ফিরে গেছেন। এমন পটভূমিতে দিল্লি ক্যাপিটালসের এই সিদ্ধান্ত এসেছে।
বর্তমানে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে দিল্লি। চতুর্থস্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ানসের চেয়ে তাদের ব্যবধান মাত্র এক পয়েন্ট, যদিও মুম্বাই একটি ম্যাচ বেশি খেলেছে।দলে ফিরলেও একাদশে জায়গা পাওয়ার লড়াইটা সহজ হবে না মুস্তাফিজের জন্য। স্কোয়াডে ইতোমধ্যেই আছেন মিচেল স্টার্ক ও টি. নটরাজনের মতো বামহাতি পেসার। তবে স্টার্কের খেলা এখনও অনিশ্চিত, কারণ তিনি এখনো অস্ট্রেলিয়া থেকে ফেরেননি।
খেলার সুযোগ যতটুকুই থাকুক, মুস্তাফিজের এই চুক্তি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বড় মাইলফলক। এর মাধ্যমে তিনি আইপিএলে সর্বকালের সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা করে নিলেন। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজা ৬ লাখ ডলারে বিক্রি হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের কাছে।আইপিএল আবার মাঠে গড়াবে ১৭ মে থেকে। দিল্লির পরবর্তী ম্যাচ ১৮ মে, গুজরাট টাইটানসের বিপক্ষে। তবে সেই ম্যাচে মুস্তাফিজ খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত। কারণ, তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের টি–টোয়েন্টি দলের সদস্য হিসেবে অবস্থান করছেন। দুবাইয়ে আগামী ১৭ মে শুরু হবে দু’ম্যাচের সিরিজ। ধারণা করা হচ্ছে, সেখান থেকে আজ রাতেই ভারতের উদ্দেশে রওনা দেবেন মুস্তাফিজ।
আচমকা ‘ফিজ’কে ফেরাল দিল্লি, আইপিএলে বাংলাদেশের ইতিহাস

Leave a comment