অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত

টাইমস ন্যাশনাল
2 Min Read
অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। ছবি: টাইমস
Highlights
  • জোয়ারের পানিতে অনেক ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে হাজারো পরিবার। বিশেষ করে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের হরিণসহ বন্য প্রাণীগুলো দুযোর্গপূর্ণ আবহাওয়ায় পড়েছে জীবনঝুঁকিতে।

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার প্রবাহিত হচ্ছে। প্রবল জোয়ারের কারণে শনিবার কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন ও চরএলাহী ইউনিয়নের কিছু অংশ ও হাতিয়ার নিঝুম দ্বীপসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে ভাঙন। শতাধিক বাড়িঘর পড়েছে ভাঙনের ঝুঁকিতে।

এ দিন বিকেল পর্যন্ত উপজেলার টাংকির ঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করায় স্থানীয়রা অর্ধশতাধিক বাড়ি ঘর সরিয়ে নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জেলা আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।

তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।’

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন জানান, সুখচর ইউনিয়ন, সোনাদিয়া ইউনিয়নের কিছু অংশ ও নিঝুমদ্বীপ ইউনিয়নের বেশ কিছু গ্রাম পানির নিচে তলিয়ে আছে। কোথাও ২-৩ ফুট করে পানি আছে। সুখচরের একটি বেড়িবাঁধ শুক্রবার ভেঙে প্লাবিত হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের প্রধান সড়ক পুরোপুরি তলিয়ে যায়। একই সঙ্গে নিঝুম দ্বীপের নামার বাজার এলাকা প্লাবিত হয়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এলাকার বেশ কয়েকটি পুকুরের মাছ ভেসে গেছে। এছাড়া জোয়ারের পানিতে উপজেলার নলচিরা, সোনাদিয়া ও সুখচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম হয়েছে প্লাবিত।

জোয়ারের পানিতে অনেক ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে হাজারো পরিবার। বিশেষ করে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের হরিণসহ বন্য প্রাণীগুলো দুযোর্গপূর্ণ আবহাওয়ায় পড়েছে জীবনঝুঁকিতে।

জেলার মাইজদীর বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। নোয়াখালী পৌরসভার ড্রেন ও খালে ময়লা আবর্জনা জমে থাকার কারণে পানি নামতে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *