ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, ‘অপরাধ অপরাধই, এটাকে কোন ‘লেবাস’ দিয়ে ‘কালারিং’ করার’ প্রয়োজন নেই।’
বৃহস্পতিবার ঢাকার হোসাইনী দালানে আসন্ন আশুরা উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) বলেন, ‘অপরাধ অপরাধই। এইটা জঙ্গি, এইটা-ওইটা নিয়ে ইয়ে করার দরকার নাই। বোমা মারবে, মানুষ মরবে- এইটা অপরাধ।’
‘এগুলো ক্রাইম, ক্রাইমের বিচার প্রচলিত আইনে যেভাবে আছে; সেভাবেই হবে। ঠিক আছে? আপনি এইটাকে কোন লেবাস দিয়ে, ওইটাকে কালারিং করার কোন প্রয়োজন নাই। অপরাধ, অপরাধই। সে যে আমলেই হোক, যেভাবেই হোক। আমরা এইটা ওয়াকিবহাল আছি, আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আছে।’
২০১৫ সালের ২৩ অক্টোবর গভীর রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসাইনী দালানে বোমা হামলা হয়। এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হন। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি বোমা (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস- আইইডি) উদ্ধার করা হয়।
মামলার নথি অনুযায়ী, হোসাইনী দালানে হামলায় জেএমবির ১৩ জঙ্গি জড়িত ছিল। এদের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময় তিনজন কথিত ‘‘বন্দুকযুদ্ধে’’ মারা যান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জনকে আইনজীবীরা ‘নাবালক’ দাবি করায় জন্মসনদ পরীক্ষা করে আদালত সিদ্ধান্ত দেয়, তারা শিশু। পরে তাদের বিরুদ্ধে আলাদাভাবে বিচার চলে শিশু আদালতে।
২০২২ সালের মার্চে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে জেএমবির দুই সদস্যকে দশ ও সাত বছরের কারাদণ্ড দেয় ও ৬ আসামিকে খালাস দেয়।
হামলার ১০ বছর পেরিয়ে পুলিশের নিরাপত্তা প্রস্তুতির প্রেক্ষিতে কোনও ‘‘আশঙ্কা’’ রয়েছে কি-না জানতে চাইলে এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোন আশঙ্কা পাইনি, তবে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। বোথ কাভার্ড অ্যান্ড ওভার্ড।’
ককটেল বিস্ফোরণ ‘‘অস্বাভাবিক না’’
সম্প্রতি বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণের বিষয়টি নজরে আনলে অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, রাজনৈতিক একটা প্রেক্ষাপট চেঞ্জ হইছে। বিচার শুরু হইছে, অনেক ধরনের অনেকেরই মনের মধ্যে ক্ষোভ আছে। দুই চারটা ঘটনা ঘটে যাওয়া অস্বাভাবিক কিছু না।’
‘কিন্তু পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে, আমাদের পর্যাপ্ত ডিপ্লোয়মেন্ট আছে। যারা এই কাজগুলার সাথে জড়িত বা যারা চেষ্টা করতেছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। আমরা চেষ্টা করতেছি, আপনারাও আমাদেরকে সহায়তা করবেন।’