নতুন দায়িত্বে লিটন দাস চাচ্ছেন, দল যেন ক্রিকেটটা উপভোগ করে—চাপ নয়, খেলার আনন্দটাই যেন থাকে মুখ্য। আজ (১৭ মে) শারজাহতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তার আগে দলের কাছে বার্তা দিয়েছেন সদ্য নিযুক্ত টি-টোয়েন্টি অধিনায়ক।
নাজমুল হোসেন শান্তর পদত্যাগের পর অধিনায়কত্ব পেয়েছেন লিটন। শুক্রবার দলের অনুশীলন শেষে ভিডিওবার্তায় তিনি বলেন, “সবার বার্তা একটাই থাকবে—সবাই যেন রিল্যাক্স থাকে। টি-টোয়েন্টি মানসিকভাবে অনেক চ্যালেঞ্জিং একটা ফরম্যাট। আমি চাই সবাই নিজের ভূমিকা স্বাধীনভাবে পালন করুক, উপভোগ করুক। ফল কী হবে সেটা নিয়ে বেশি চিন্তা না করে যেন প্রক্রিয়াটা ঠিকমতো অনুসরণ করে।”
দলকে জেতানো যেমন লক্ষ্য, তেমনি সাম্প্রতিক সময়ের ব্যাটিং ব্যর্থতা, বিশেষ করে টপ অর্ডারের, দিকেও আলোকপাত করেছেন লিটন। বলেন, “এই দুই ম্যাচে আমাদের মূল লক্ষ্য থাকবে—উভয়টিতেই জয় পাওয়া। একই সঙ্গে আমরা যেসব জায়গায় কাজ করছি, বিশেষ করে ব্যাটিংয়ের কিছু দিক, সেগুলোতেও উন্নতি করার চেষ্টা করব।”
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, সবগুলোতেই জয় পেয়েছে। তারপরও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না লিটন। বলেন, “ইউএই নিজেদের মাঠে ভালো খেলে। এখানকার কন্ডিশন তারা ভালো বোঝে, নিয়মিত খেলে। তবে আমাদের দলও যথেষ্ট ভালো। আমরা কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে পারলে ভালো খেলতে পারব।”
এই সিরিজটা বাংলাদেশ দলের জন্য শুধু জয়ের সুযোগই নয়, বরং আত্মবিশ্লেষণ, দলের ঘাটতি চিহ্নিত করা এবং ফর্মে ফেরারও মঞ্চ। লিটন নিজেও সাম্প্রতিক ব্যাটিং খরা থেকে বেরিয়ে আসতে চাইবেন এই সিরিজে।