‘শৌচাগারের সমস্যা’ নিয়ে মাঝ আকাশ থেকে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–আবুধাবি ফ্লাইট। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
যাত্রীদের অভিযোগ, জরুরি অবতরণের পর বিকল্প বিমানে নেওয়ার আগে তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়ে বাসে বসিয়ে রাখা হয়। বাসের এসি বন্ধ থাকায় যাত্রা হয়ে ওঠে দুর্বিষহ।
বিমান বাংলাদেশ জানায়, রাত ৯টা ৫৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ফ্লাইটটি উড্ডয়ন করে রাত ১২টার দিকে। এক ঘণ্টা পর বিমানের তিনটি শৌচাগারের ফ্ল্যাশ কাজ না করায় জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরানো হয়। পরে বিকল্প ফ্লাইট রাত সোয়া ৩টার দিকে আবুধাবির উদ্দেশে ছেড়ে যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি ও আল আইনের আঞ্চলিক পরিচালক শাহাদাৎ হোসেন বলেন, বিমানটি পুরনো। শৌচাগারের সমস্যা অনভিপ্রেত হলেও যাত্রীদের যথাযথ সেবা দেওয়া হয়েছে।
একই দিনে বিমান বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী আরেকটি ফ্লাইট, একজন যাত্রী মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়ায় তুরস্কের ইস্তাম্বুলে জরুরি অবতরণ করে।