রাজধানীর লালবাগ চাঁদনীঘাটে বাসার বাথরুমে বালতিতে পড়ে আয়মান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
চাঁদনীঘাট নবকুমার দত্ত রোডের একটি বাসায় শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নোয়াখালীর বেগমগঞ্জে লক্ষ্মী নারায়ণপুরের স্বপন মিয়া তার পরিবারের সাথে ওই বাসায় ভাড়া থাকতেন। আয়মান তার ছেলে।
ওই এলাকার চকবাজারের মনোহর ব্যবসায়ী স্বপন মিয়া জানান, দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে সবার ছোট আয়মান। রাতে শিশুটির মা কাজে ব্যস্ত থাকায়, তিনিই তার দেখভাল করছিলেন। এক পর্যায়ে তার অগোচরে বাচ্চাটি খেলতে খেলতে বাথরুমে চলে যায়। কয়েক মিনিটের মধ্যে খোঁজাখুঁজি শুরু হলে তাকে বাথরুমে পানিভর্তি বালতিতে পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, স্বজনরা মাঝরাতে শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে চকবাজার থানা পুলিশকে বিষয়টি জানিয়ে, থানায় আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই তারা শিশুটির মরদেহ নিয়ে গেছে।