রাজধানীর জেনেভা ক্যাম্পে সংঘর্ষে কিশোর খুন

টাইমস রিপোর্ট
1 Min Read
মোহাম্মদপুরের আটকে পড়া পাকিস্তানিদের ঘনবসতিপূর্ণ আবাস (জেনেভা ক্যাম্প)। ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের বাসস্থানে (জেনেভা ক্যাম্প) দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। সোমবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম শাহ আলম (১৬)।

পুলিশ জানায়, সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে জেনেভো ক্যাম্পে বুনিয়া সেলিম ও পিচ্চি রাজা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শাহ আলমকে গলা কেটে হত্যা করা হয়।

পরে এ ঘটনায় ফয়সাল ও সেলিম নামে দুইজনকে চাপাতিসহ আটক করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসান জানান, ক্যাম্পে মাদক কারবারি ও সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে এই কিশোর নিহত হয়েছে।’

জেনেভা ক্যাম্প ‘ডেঞ্জার জোন’ নামে পরিচিত। এ স্থানে মাঝে মাঝেই এ ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *