যারা পিআর বোঝেন না, তাদের ক্লাস করাবেন জামায়াতের নায়েবে আমির

টাইমস রিপোর্ট
1 Min Read
সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের। ছবি: টাইমস

যারা সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতি বোঝেন না, তাদের প্রয়োজনে ক্লাসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জোর দিয়ে বলেন, ‘পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না।’

মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী টিভি হাসপাতাল এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মিছিল ও সমাবেশটির আয়োজন করে দলটির ঢাকা মহানগরী উত্তর শাখা।

এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াত নেতা বলেন, ‘একটি বড় দলের কিছু নেতা বলেন, পিআর পদ্ধতি তারা বোঝেন না। আমি তাদেরকে প্রয়োজনে ক্লাস নেওয়ার ঘোষণা দিচ্ছি। আপনারা মুখে মুখে অনেক কিছু মানবেন, প্রতিশ্রুতি দেবেন, কিন্তু যার বাস্তব প্রতিফলন থাকবে না, সে ধরনের কথায় দেশের মানুষ আর বিশ্বাসী নয়।’

তিনি আরও বলেন, ‘যারা পিআর পদ্ধতিকে আইনি ভিত্তি দিতে চান না, তাদের মধ্যে ঘাপলা রয়েছে। আপনি কোনো বিষয়ে মানবেন, তার আইনি ভিত্তি দেবেন না, এটা হতে পারে না।’

জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে নারীসহ দেশের মানুষ নিরাপদ থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘দলের আমিরের ঘোষণা অনুযায়ী, জামায়াতের কোনো এমপি শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। দেশের মানুষ অন্তত একবার ক্ষমতায় যাওয়ার সুযোগ দিয়ে দেখুক।’

সমাবেশটি শেষে মিছিল বের করা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *