মাইলস্টোন ট্র্যাজেডি: বিমান বাহিনী পরিচালিত সকল স্কুলে বিশেষ মোনাজাত

টাইমস রিপোর্ট
2 Min Read

গত সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের জন্য বিমান বাহিনী পরিচালিত সকল স্কুলে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত শাহীন কলেজ (৭টি), বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল এবং ব্লু স্কাই স্কুলে মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারানো কোমলমতি ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা ঢাকার বিভিন্ন হাসপাতালে দগ্ধ এবং আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এ আয়োজনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সেই দুই মহান শিক্ষিকাকে, যারা আগুনের মুখে দাঁড়িয়ে শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন। এছাড়া, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সেই সাহসী শিক্ষার্থীদের, যারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে বন্ধুদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন।

বিশেষ দোয়া ও মোনাজাতে বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল কলেজের অধ্যক্ষগণ, সহশিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাইলস্টোন ট্রাজেডিতে দগ্ধ এবং আহত সকল ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকদের চিকিৎসার তদারকি ও সার্বিক সহায়তার জন্য বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একটি ২৪ ঘণ্টা জরুরি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করেছে (রুম নং: ৮১১, যোগাযোগ নম্বর: ০১৭৬৯-৯৯৩৫৫৮)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, ইতোমধ্যেই বিমানবাহিনীর দু’জন সদস্য আহত শিক্ষার্থী এবং অন্যান্য ব্যক্তিদের চিকিৎসা সহায়তার জন্য রক্তদান করেছেন। একইভাবে সম্মিলিত সামরিক হাসপাতালেও (সিএমএইচ, ঢাকা) চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা তদারকি ও সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে (জরুরি নম্বর সিএমএইচ: ০১৮১৫-৯১২৬১৭)।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *