বেড়েছে খাদ্যের মজুদ

টাইমস রিপোর্ট
1 Min Read

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মোট মজুদ দাঁড়িয়েছে ১৭ লাখ ৬৪ হাজার মেট্রিক টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছরের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুদ ছিল ১৪ লাখ ৭৩ হাজার টন। এর মধ্যে চালের পরিমাণ ছিল ১০ লাখ ৬০ হাজার টন এবং গমের মজুদ ছিল ৪ লাখ ১৩ হাজার টন।

নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজার মেট্রিক টনে। তবে অভ্যন্তরীণ সংগ্রহ ও আমদানি মিলিয়ে গমের সরবরাহের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে হয়েছে ২ লাখ ২৩ হাজার মেট্রিক টন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *