পিআর পদ্ধতির নামে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে: সুলতান সালাউদ্দিন টুকু

টাইমস রিপোর্ট
1 Min Read
টাঙ্গাইলে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে কথা বলছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: টাইমস

বাংলাদেশের সাধারণ মানুষ পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি বোঝে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। আর যারা নির্বাচনের বিরোধিতা করছেন তারা গণতন্ত্রের শত্রু।’

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরে মোট ১২টি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন বলেন, ‘ভিপি নির্বাচন ও জাতীয় নির্বাচন এক কথা নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি দল নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। এরই মধ্যে বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করেছে। কোনো অপশক্তি নির্বাচনকে বাধা দিয়ে রাখতে পারবে না। সরকার ঘোষিত সঠিক সময়েই নির্বাচন হবে।’

টাঙ্গাইলের মানুষ সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সকলে মিলে নিরাপদ টাঙ্গাইল গড়তে চাই এবং উন্নয়নের ক্ষেত্রে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে মতবিনিময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান সানু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ অন্যরা।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *