নদী হত্যা করে সৌন্দর্যবর্ধন বিরোধী যে ডিসি

টাইমস ন্যাশনাল
1 Min Read
রোববার জেলা প্রশাসকের কার্যলয়ে মাসিক নদী রক্ষা কমিটির সভা। ছবি: টাইমস

নদী হত্যা করে সৌন্দর্য বাড়ানোর বিরোধিতা করে বার্তা দিয়েছেন যশোরের জেলা প্রশাসক মো.আজাহারুল ইসলাম।

রোববার জেলা প্রশাসকের কার্যলয়ে মাসিক নদী রক্ষা কমিটির সভায় তিনি নদীর গতিপথ স্বাভাবিক রাখার প্রতি গুরুত্বারোপ করেন।

এজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার পাশপাশি নদীতে দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

নদী রক্ষা কমিটির সভায় পরিবেশ অধিদপ্তর যশোর জেলার ১১টি নদীর ‘হেলথ কার্ড’ তৈরি করেছে।  তদন্তে জানা গেছে, শহরের ভৈরব নদের পানি দূষণে ২৭টি বেসরকারি ও ২টি সরকারি প্রতিষ্ঠান জড়িত। এর মধ্যে ৫টি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

দূষিত নদী তীরবর্তী অঞ্চলে যেসব সবজি চাষ হচ্ছে তা জনস্বাস্থ্যের প্রতি হুমকি বলেও উল্লেখ করেন বক্তারা।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনসহ নদী রক্ষা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *