দুই দফা কমে ফের বাড়ল সোনার দাম

টাইমস রিপোর্ট
1 Min Read

টানা দুই দফা কমার পর আবারও বাড়ল দেশের স্বর্ণের দাম। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম বেড়েছে ২,৩১০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা। একইভাবে, ২১ ক্যারেটের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকায়।

এছাড়া স্বর্ণের মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার মান ও ডিজাইনের ওপর নির্ভর করে এই মজুরির তারতম্য হতে পারে।

এর আগে ৩ মে বাজুস স্বর্ণের দাম ভরিতে ৩,৫৭০ টাকা কমিয়েছিল। তবে এবার আবার তা বাড়ান হলো। চলতি বছরে এ নিয়ে ২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ২০ বার বাড়ান হয়েছে, আর কমান হয়েছে মাত্র ৮ বার।

তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। এখনো ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ভরিতে ২,৮১১ টাকায়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *