টরন্টো উৎসবে নির্বাচিত ‘আলী’

টাইমস রিপোর্ট
2 Min Read
'আলী'-র প্রধান অভিনেতা আল-আমিন। ছবি: সংগৃহীত

আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’ এবার নির্বাচিত হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ১৫ মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্যটি ছয়টি দেশের সিনেমার সঙ্গে শর্টকাটস কমপিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে। ফেসবুকে এক পোস্টে এই খবর জানিয়েছেন পরিচালক রাজীব।

তিনি লিখেছেন, ‘আলী সিনেমার আরেকটি মাইলফলক। কানে সম্মানজনক স্বীকৃতি পাওয়া, মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর এবার উত্তর আমেরিকায় এক অসাধারণ যাত্রা শুরু। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) এই ৫০তম আসরে অংশ হতে পারাটা আমাদের জন্য বিশাল এক অর্জন।’

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ৫ সেপ্টেম্বর, শেষ হবে ওই মাসেরই ১৪ তারিখে। রাজীব জানিয়েছেন, ৫ সেপ্টেম্বর কানাডার টরন্টোর উদ্দেশে রওনা দেবে সিনেমার টিম। এদিকে, অস্ট্রেলিয়ায় চলমান ৭৮তম মেলবোর্ন চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে আলী। শুক্রবার ছিল সিনেমার প্রথম প্রদর্শনী, দ্বিতীয় প্রদর্শনী ১৮ অগাস্ট।

‘আলী’-র পোস্টার। ছবি: সংগৃহীত

এবারের ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিচারকদের রায়ে ‘স্পেশাল মেনশন’ পেয়েছে ‘আলী’। এর মধ্য দিয়ে বাংলাদেশের কোনো ছবি প্রথমবারের মত কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেয়েছে।

‘আলী’ চলচ্চিত্রের গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। কিন্তু আলী নারীকণ্ঠে গাইতে পারে! তার এই কণ্ঠ আড়াল করতে চেষ্টা করে আলীর মা। কিন্তু আলী শহরে পাড়ি দিয়ে নাম লেখাতে চান গানের প্রতিযোগিতায়।

এ সিনেমায় আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। গত বছরের নভেম্বরে সিলেটে ‘আলী’র দৃশ্যধারণ হয়। পরিচালক রাজীবের ভাষ্য, ‘কেবল সিনেমার আলী নন, বাংলাদেশ নয়, বিশ্বের সব প্রান্তের আলীদের জন্য এই সিনেমা বানিয়েছি। যারা চাপে পড়ে নীরবতাকেই আশ্রয় করেন।’

স্বল্পদৈর্ঘ্য ছবিটি প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপিন্সের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *